হাতে রয়েছে আর মাত্র কটা দিন। তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তবুও স্বস্তি কই? কারণ সঙ্গে রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পুজোয় এবার বৃষ্টির প্রবল সম্ভাবনা। তার মধ্যেই পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণাবর্তের হাত ধরে আজ ও কাল বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে কলকাতাতেও।
জানা গিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপও ঘনীভূত হতে পারে। এর প্রভাবেই মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। তবে, বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের ২ জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৭০ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিলিমিটার।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে।