শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফির লড়াই। আর এই ঘরোয়া টুর্নামেন্টে গুজরাতের বিরুদ্ধেই, মঙ্গলবার বাংলার ক্রিকেট মরসুমের যাত্রা শুরু। গত বার যে প্রতিযোগিতার গ্রুপ পর্বেই আটকে গিয়েছিল বাংলার রথ। এ বার জাতীয় ওয়ান ডে টুর্নামেন্ট জেতার স্বপ্ন নিয়েই নামছেন ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারিরা।
গত বারের দলের চেয়ে এ বারের অনেক তফাত। ফিটনেস মাপকাঠি বাড়িয়ে বাংলা দল অনেক তরতাজা। প্রস্তুতি ম্যাচেও তার প্রমাণ পেয়েছেন কোচ অরুণ লাল। গত বারের মতো ক্যাচ এ বার আর পড়ছে না। ফিল্ডিংয়ে রান ফস্কাচ্ছেন না ক্রিকেটারেরা।
সোমবার সকালে জয়পুরিয়া মাঠে অনুশীলন করেছে বাংলা। সেখানেই বাংলার ম্যাচ। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ও কোচ অরুণ লাল উইকেট দেখেছেন। তাঁদের মনে হয়েছে, এই উইকেটে স্পিনারেরা সে ভাবে সাহায্য পাবে না। তাই প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু হাল্কা ঘাসের উপস্থিতি সকালের দিকে পেসারদের সাহায্য করবে। তাই তিন পেসার ও দুই স্পিন-অলরাউন্ডার নিয়ে নামতে চলেছে বাংলা। ঈশান পোড়েল না থাকায় পেস বিভাগ সামলাবেন ডিন্ডা, আকাশ ও সায়ন। স্পিনারদের মধ্যে অর্ণব, শাহবাজ় ও কর্ণের মধ্যে যে কোনও দু’জন খেলবেন। ব্যাটিংয়ে ঋদ্ধিমান সাহাকে রাখা হবে মিডল অর্ডারেই। অভিষেক রামন ও শ্রীবৎস গোস্বামী ওপেন করবেন। তিনে সুদীপ, চার নম্বরে মনোজ। তার পরে পরিস্থিতি অনুযায়ী অনুষ্টুপ, ঋদ্ধিদের নামানো হবে।