বর্তমানে দেশের সেরা অভিনেতাদের মধ্যে প্রথমদিকে যে নামগুলো আসে তারমধ্যে অন্যতম নাম হল অমিতাভ বচ্চন। তাঁর অভিনয়ের গুনে কয়েকেদশক ধরে মাতিয়ে রেখেছেন সিনেমাপ্রেমীদের। এইবার সেই অভিনেতার মুকুটে নয়া পালক। দেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সন্মানে ভূষিত হতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিগ বি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার তরফ থেকে এদিন ট্যুইট করে এই খবর জানানো হয়েছে।
এদিনের ট্যুইটে, ‘কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন দুই প্রজন্ম ধরে আমাদের আনন্দ দিয়ে আসছেন। তিনি আমাদের অনুপ্রেরণা। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য এই বছরে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। গোটা দেশ এবং আন্তর্জাতিক মহলও এই খবরে খুবই খুশি। তাঁকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।’
উল্লেখ্য, ২০১৭ সাল পর্যন্ত এখনও অবধি ভারতীয় চলচ্চিত্রের ৪৯ জনকে এই দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। আর সেই সব অভিনেতাদের তালিকায় রয়েছে পৃথ্বীরাজ কাপুর যিনি ১৯৭১ সালে এই পুরস্কার পেয়েছিলেন। ২০০৫ সালে চিত্রপরিচালক শ্যাম বেনেগাল এবং ২০০৭ সালে গায়ক মান্না দে পেয়েছিলেন এই দাদাসাহেব ফালকে পুরস্কার। ২০১৪ সালে শশী কাপুর এবং ২০১৭ সালে বিনোদ খান্নাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল।
ভারতীয় সিনেমার ইতিহাসে শাহেনশাহ অমিতাভ বচ্চনের অবদান অনস্বীকার্য। জঞ্জির, দিওয়ার, শোলের মতো সিনেমায় নিজের জাত চিনিয়েছিলেন বিগ বি। হালফিলের পিকু, পা এবং পিঙ্ক-এর মতো ছবিতেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন। তাঁর অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকমহলকে।





