তিলোত্তমার বয়স্কতম নাগরিক তিনি। শান্তিলতা চৌধুরী ১০৬ বছর বয়সে পা দিলেন। সম্ভবত কলকাতা শহরের অনেকেই এ কথা না জানলেও, এ কথা জেনেছে এবং মনে রেখেছে কলকাতা পুলিশ। তাই সোমবার সদলবল তাঁর বাড়িতে পৌঁছে গেল কলকাতা পুলিশের ‘প্রণাম’ শাখা। ফুল-মিষ্টি দিয়ে, কেক কেটে পালন করা হল বৃদ্ধার জন্মদিন। শান্তিলতা দেবীর জন্ম ১৯১৩ সালের ২৩ সেপ্টেম্বর। ২০০৩ সালে পরিবারের তরফেই শতবর্ষ পালিত হয় শান্তিলতার।
কলকাতা পুলিশের প্রণাম শাখা বেশ কয়েক বছর ধরেই শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভাল করার দায়িত্ব নিয়েছে। সোমবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের বাড়িতে গিয়ে প্রবীণার সঙ্গে বেশ খানিক ক্ষণ সময় কাটিয়ে আসেন টালিগঞ্জ থানার ওসি সরোজ প্রহরাজ এবং প্রণামের অফিসাররা।
শান্তিলতা দেবীর স্বামী প্রয়াত অনিল রায়চৌধুরী ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। তাঁদের তিন মেয়ে। পারিবারিক সূত্রের খবর, অবিবাহিতা দুই মেয়ের সঙ্গে থাকেন শান্তিলতা।