কয়লা খনিতে ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ করতে মরিয়া কেন্দ্রের মোদী সরকার। প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন শ্রমিকেরা। তবে এবার চরম পদক্ষেপ নিয়েছে শ্রমিক সংগঠনগুলি। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিরাট খনি ধর্মঘটে সামিল দেশের ৬টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। ১০০ শতাংশ বিদেশি লগ্নি রুখতে দেশজুড়ে ৬০০টি খনিতে কয়লা ধর্মঘট শুরু হয়েছে।
কোল ওয়ার্কার্স ফেডারেশন জানিয়েছে, কয়লা শিল্প ও খনিতে ১০০ শতাংশ বিদেশি লগ্নির প্রতিবাদে দু সপ্তাহ আগেই ধর্মঘটের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ পাত্তা দেয়নি কেন্দ্র। কয়লামন্ত্রীর ডাকা আলোচনায় কিছুই সমাধান হয়নি। এরপর ধর্মঘট করার পথে অনড় থাকে ফেডারেশন।
রাজ্যের পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, অন্ডালের কোনও খনিতেই বাজেনি সাইরেন। শ্রমিকরা নামেননি খনির গর্ভে। অন্য়ান্য় কর্মীরাও দফতরে যাননি।অন্যদিকে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, অসম সহ বিভিন্ন রাজ্যের কয়লা উৎপাদন স্তব্ধ বলেই জানা গিয়েছে। খনি শ্রমিক ও কর্মী যুক্ত সংগঠন অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের দাবি ৬০০টি খনিতে একযোগে চলছে কয়লা ধর্মঘট।এই ধর্মঘটে অংশ নিয়েছে, খনি শিল্পে যুক্ত সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি সহ ৬টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। তবে অংশ নেয়নি আরএসএসের শ্রমিক শাখা বিএমএস।
এর জেরে ইসিএল, বিসিসিএল, সিসিএল সহ সবকটি কয়লাখনি ক্ষেত্রে উৎপাদন স্তব্ধ। এর জেরে বিরাট ধাক্কা লাগতে চলেছে তাপবিদ্যুৎ, লৌহ ইস্পাত সহ বিভিন্ন কয়লা নির্ভর উৎপাদন শিল্পে।