সপ্তাহের শুরুতেই দুঃখের ছায়া নেমে এল ভারতীয় ক্রিকেট মহলে। চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার মাধব আপ্তে। সোমবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৮ সালে লেগ স্পিন বোলার হিসেবে খেলোয়াড় জীবনের সূত্রপাত ঘটে তাঁর। ১৯৫২ সালে ২০ বছর বয়সে রঞ্জি ট্রফিতে প্রথমে খেলেন। সমগ্র খেলোয়াড় জীবনে সাতটি টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন মাধব আপ্তে। ১৩ নভেম্বর, ১৯৫২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। এ ছাড়া বহু বছর ধরেই ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার এবং লিজেন্ট ক্লাবের সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক-ক্রিকেটারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট মহল।