হিউস্টনের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছিলেন, ভারতের সব ভাল আছে! বারো ঘণ্টা কাটার আগেই এই নিয়ে মোদীকে জেল থেকে তীব্র খোঁচা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ভারতে সব ভাল আছে। শুধু কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষ কাজ হারাচ্ছে, মজুরি কম, গণপিটুনির ঘটনা ঘটে চলেছে, কাশ্মীর স্তব্ধ হয়ে রয়েছে, আর বিরোধী নেতাদের জেলে বন্দী করে রাখা হয়েছে’।
তিহাড় জেলে বন্দী চিদম্বরমকে এ দিন সকালে দেখতে যান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তার পরই এই টুইট করেন চিদম্বরম।
পর্যবেক্ষকদের মতে, চিদম্বরম আসলে বোঝাতে চাইছেন মোদী অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন বলেই নানারকম নাটুকেপনা আর ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে গোটা দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। তাঁকে গ্রেফতার করার কারণও অনেকাংশে তাই। এই বার্তা দেওয়া যে দুর্নীতি দমনে তাঁর সরকার খুবই কঠোর। কিন্তু মেহুল চোস্কি বা নীরব মোদীর দৃষ্টান্ত বুঝিয়ে দেয় সেই প্রতিশ্রুতিও ভাওঁতা।
চলতি আর্থিক বছরের গত ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি মাত্র ৫ শতাংশে এসে ঠেকেছে। তার পরেও প্রধানমন্ত্রী যে ভাবে গতকাল ফের পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির কথা বলেছেন তা নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। চিদম্বরম তো এ ব্যাপারে আগে থেকেই সমালোচনা করে চলেছেন। এবার পাল্টা টুইট খোঁচায় তীব্র কটাক্ষ করলেন।