প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেলেও সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় কোহলি বাহিনী। ৩.১ ওভার বাকি থাকতেই বেঙ্গালুরুতে ভারতকে ৯ উইকেটে হারিয়ে টি২০ সিরিজ ১-১ ড্র করল প্রোটিয়াররা। ৫২ বলে দুর্দান্ত ৭৯ রান করে ম্যাচের মোড় ঘোরালেন কুইন্টন ডি কক। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন বিউরান হেনড্রিক্স।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্কোরবোর্ড সচল রাখতে সচেষ্ট হন শিখর ধাওয়ান। কিন্তু তাঁর ৩৬ রান ছাড়া রবিবার প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে ভেঙে পড়ে ভারতীয়দের যাবতীয় প্রতিরোধ। ৩৯ রানে তিন উইকেট নেন কাগিসো রাবাডা এবং চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে ২ উইকেট শিকার করেন বিউরান হেনড্রিক্স। এক ওভারে দুই উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন বিয়র্ন ফরটুইন। শেষ পর্যন্ত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সামনে ১৩৪ রানের দুর্বল চ্যালেঞ্জ খাড়া করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
ব্যাট হাতে নেমে আক্ষরিক অর্থেই দলকে নেতৃত্ব দেন নতুন দক্ষিণ আফ্রিকীয় অধিনায়ক কুইন্টন ডি কক। পাঁচটি ওভারবাউন্ডারি এবং ছয়টি বাউন্ডারির সাহায্যে অনায়াসে দলকে জয় এনে দেয় ডি ককের ব্যাট। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন রিজা হেনড্রিক্স। হার্দিক পান্ডিয়ার সৌজন্যে একমাত্র তাঁর উইকেটই এদিন শিকার করতে পেরেছে ভারত। হেনড্রিক্সের পরে টেম্বা বাভুমার সঙ্গে জুটি বেঁধে ১৬.৫ ওভারে জয় হাসিল করে নেন ডি কক।