শনিবার অ্যাওয়ে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন। এই জয়ের ফলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে (৪ ম্যাচে ১০ পয়েন্ট) উঠে এল জুভেন্তাস। ম্যাচের ২১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো ভলিতে গোল করে ভেরোনাকে কাঙ্ক্ষিত লিড এনে দিকিয়েছিলেন ভেলোসো (১-০)।
গোলশোধের জন্য অবশ্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি তুরিনের ওল্ড লেডিকে। ৩১ মিনিটে অ্যারন র্যামসের শট ভেরোনার এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (১-১)। এই পর্বে রোনাল্ডোর দু’টি দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে জুভেন্তাসের প্রাধান্য ছিল সংশয়াতীত। ৪৮ মিনিটে বক্সের মধ্যে কুয়াদ্রাদোকে ফাউল করা হলে পেনাল্টি পায় মরিসিও সারির দল। স্পটকিক থেকে জাল কাঁপাতে ভুল হয়নি রোনাল্ডোর (২-১)। ম্যাচের অন্তিম পর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন কুমবুল্লা।