গোমাংস বিক্রেতা সন্দেহে ঝাড়খণ্ডে পিটিয়ে খুন করা হল কালান্তুস বারলা নামের এক ব্যক্তিকে। বেদম মারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু জন। তবরেজ আনসারির পর ফের নৃশংস গণপিটুনির সাক্ষী হল ঝাড়খণ্ড।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে খুন্তি জেলায়। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে গোমাংস বিক্রির খবর ছড়ানোর পর প্রতিবেশী জালটান্ডা সুয়ারি গ্রামে তিনজনের উপর চড়াও হয় ১২-১৫ জনের একটি দল। উত্তেজিত গ্রামবাসীদের দেখে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন ওই তিনজন। তাঁরা জনতার হাতে ধরা পড়ে যান। এরপরই শুরু হয় বেধড়ক মার। গণপিটুনিতে মৃত্যু হয় কালান্তুস বারলা নামে এক যুবকের। আহতরা হলেন ফাগু কাচ্চাপন্দ ও ফিলিপ হাহোরো। তাঁরা তিনজনই আদিবাসী খ্রিস্টান। ডিআইজি জানিয়েছেন, পরপর ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করা হয়নি। চলছে জিজ্ঞাসাবাদ।
গত তিন মাসে এই নিয়ে ঝাড়খণ্ডে দুটি গণপিটুনির ঘটনা ঘটল। জুনে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় তবরেজ আনসারিকে। এবার গোমাংস বিক্রেতা সন্দেহে পিটিয়ে খুন করা হল এক যুবককে।