বাংলার মানুষ যাতে তাঁদের নিজেদের মনের কথা খুব সহজে নির্দ্বিধায় জানাতে পারেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন নতুন কর্মসূচী ‘দিদিকে বলো’। প্রথম থেকেই বিপুল সাড়া পেয়েছে এই কর্মসূচী। মাত্র ১ ফোনেই যাবতীয় সমস্যার সমাধান করেছে ‘দিদিকে বলো’। এবার ‘দিদিকে বলো’র সাফল্যের খতিয়ানে যোগ হল আরও এক কাহিনী। হুগলীর জল সমস্যা মেটাল ‘দিদিকে বলো’।
শনিবার সকাল থেকেই কোদালিয়া–১ পঞ্চায়েত এলাকায় চলছিল ‘দিদিকে বলো’ প্রচার কর্মসূচী। সুকান্তনগর, বসন্তবাগান, সুভাষনগর, পল্লীশ্রী এবং ভগবতীডাঙা এলাকার বাড়ি বাড়ি ঘুরেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রচার চলাকালীন ভগবতীডাঙা এলাকার মহিলারা বিধায়ককে জলের সমস্যার কথা জানান। পাইপ লাইনে নেই জলের প্রেশার, তাই বাড়িতে জল পৌঁচচ্ছে না। অভিযোগ মেলার কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান।
অভিযোগ পাওয়া মাত্রই সমাধানে উদ্যোগী হন তিনি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। খবর পৌঁছয় সংশ্লিষ্ট দপ্তরে। দেখা যায়, জলের প্রেশার না থাকায় তা বাড়ি বাড়ি গিয়ে পৌঁচচ্ছে না। বিধায়ক নির্দেশ দেন, বসানো হয় নতুন পাম্প। কয়েক ঘণ্টার মধ্যেই আবার ওই এলাকায় জল স্বাভাবিক করে দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছল জল, খুশি এলাকার বাসিন্দারা।