হরিয়ানায় ভোট হবে আগামী ২১ অক্টোবর। প্রার্থী হওয়ার জন্যে কংগ্রেস দফতরে ইতিমধ্যে ভোটের টিকিট পাওয়ার জন্যে অনেক আবেদন জমা পড়েছে। কিন্তু কংগ্রেস তরফে জানানো হয়েছে প্রার্থী হওয়ার জন্যে পালন করতে হবে ১০টি শর্ত। সেগুলি পালন করলে তবেই তিনি প্রার্থী হতে পারবেন।
প্রার্থী হওয়ার জন্য যাঁরা আবেদন করতে চান, তাঁদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছে কংগ্রেস। তাতে লেখা আছে, আবেদনকারীকে শপথ নিতে হবে, কখনও প্রকাশ্যে দলের ঘোষিত নীতির বিরুদ্ধে যাবেন না। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার বলেন, গান্ধীবাদী জীবনযাত্রার একটা অঙ্গ হল খাদি। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন, সংবিধানের ৩৭০ ধারা লোপ করা নিয়ে দলের অনেকে ভিন্নমত পোষণ করেছেন। কংগ্রেস গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। দল মনে করে, প্রত্যেকের তার মতামত জানানোর অধিকার আছে।
কংগ্রেস নিয়ম করেছে, যাঁরা প্রার্থী হতে চাইবেন, তাঁদের খাদি পরতে হবে, কোনও নেশা করা চলবে না, মহাত্মা গান্ধীর নির্দেশিত পথে জীবনধারণ করতে হবে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতে হবে, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ধর্ম ও জাতপাত নিয়ে মানুষে মানুষে বিভেদ করা চলবে না।
এর আগে কংগ্রেস বলেছিল, যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের আবেদন করতে হবে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু প্রার্থী হতে চেয়ে বহু লোক আবেদন করছেন দেখে সময়সীমা বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভানেত্রী কুমারী সেলজা টুইট করে বলেছেন, কংগ্রেস প্রার্থী এবং সদস্য হওয়ার জন্য অনেকে উৎসাহ দেখাচ্ছেন। তাই আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।