এই মরশুমের লা লিগা যাত্রা ভালো যাচ্ছে না।শুরুতে বারবার হোঁচট খাচ্ছে বার্সেলোনা। পঞ্চম রাউন্ডের পর লা লিগা টেবলে তারা অষ্টম স্থানে (৫ ম্যাচে ৭ পয়েন্ট)। শনিবার অ্যাওয়ে ম্যাচে আর্নেস্তো ভালভার্দের দলকে ২-০ গোলে হারাল গ্রানাডা। গোটা ম্যাচে ৭৪ শতাংশ বল পজেশন রেখেছেন গ্রিজম্যান-সুয়ারেজরা। পাস খেলার সংখ্যা ৬৫৭। তা সত্ত্বেও শূন্য হাতে ড্রেসিং-রুমে ফিরতে হল বার্সেলোনাকে।
আর তারপরই কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ফ্রেঙ্কি ডে জং-আতোঁয়া গ্রিজম্যানদের মতো নতুনদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ভালভার্দে। তাঁর স্ট্র্যাটেজি বারবার ধরা পড়ে যাচ্ছে। দলের প্রয়োজনে আধা ফিট মেসিকে ব্যবহার করে বাড়তি ঝুঁকি কেন নিচ্ছেন কোচ?
আর্নেস্তো ভালভার্দেও বুঝতে পারছেন, দলকে দ্রুত জয়ের চেনা রাস্তায় ফেরাতে না পারলে তাঁকে বার্সেলোনা ছাড়তে হবে।
শনিবার ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমি আশঙ্কিত। এই ফল কখনোই কাঙ্ক্ষিত নয়। পরপর দু’টি ম্যাচে আমরা জয় পাইনি। অর্থাৎ, পারফরম্যান্সে প্রভূত উন্নতির প্রয়োজন রয়েছে।’ উল্লেখ্য, গত ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল বার্সা। সেই ম্যাচে আন্দ্রে টার স্টেগেন পেনাল্টি না বাঁচালে সিগনাল-ইডুন পার্ক থেকে মাথা নীচু করেই ফিরতে হত মেসিদের।