সময়ে কলকাতা ভেজে নি। তবে সেই রেশে মাঝে মধ্যেই তিলোত্তমার বুকে ধেয়ে আসছে বারিধারা। কয়েক মুহূর্তের বৃষ্টিতে ভিজে যাচ্ছে কলকাতা। সামনেই বাঙালির প্রিয় উৎসব। সেই উৎসবেও আছে বৃষ্টির চোখ রাঙানি। আর পুজোর প্রাক্কালে ফের বৃষ্টির ভ্রুকূটি দেখা দিয়েছে। কুমোরটুলি থেকে পুজো মণ্ডপ, ব্যস্ততা তুঙ্গে সর্বত্রই। বৃষ্টি হলে নিশ্চিত ভাবেই বিপত্তি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য ভোগাবে। তাপমাত্রাও সামান্য বাড়বে। এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩১ মিলিমিটার। গতবছর পুজোর সময় বেশ শুকনোই ছিল। কিন্তু এই বছর পুজো বর্ষার মধ্যে হওয়ায় চিন্তাটা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। চিন্তার ভাঁজ আপামোর বাঙালির কপালে।