এবার পাল্টা অভিযোগের তির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে। আর তার জেরেই এইদিন যাদবপুর থানায় এফআইআর দায়ের করল যাদবপুরের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, শুক্রবারই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শ্লীলতাহানির অভিযোগ এনে যাদবপুর থানায় এফআইআর করেছিলেন। এবার পাল্টা চাল ছাত্র-ছাত্রীদের।
এদিন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে এই এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, মন্ত্রীর উস্কানিতেই সরগরম হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুর চালায় এবিভিপি-র কর্মীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ক্যাম্পাসে। ছ’ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হয় বাবুলকে। শেষমেশ পরিস্থিতি এমন জায়গায় যায় যে, রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়ে বাবুলকে উদ্ধার করেন। গোটা ঘটনায় বাবুলকে দোষারোপ করেছে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। শুক্রবার অগ্নিমিত্রার পাশাপাশি এসএফআই-ও এফআইআর দায়ের করে যাদবপুর থানায়। সূত্রের খবর, ঘটনার দিন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। যাদবপুর কাণ্ডের পরবর্তী পর্যায়ে শুরু হয়ে গেল অভিযোগ পাল্টা অভিযোগের খেলা।