সোশ্যাল মিডিয়ায় ‘মিম’র মাধ্যমে সমাজে ঘটিত কোনো ঘটনাকে মজার ছলে পরিবেশন করার এক নয়া ট্রেন্ড চলছে। সেখানে বহু বিষয়কেই হাসির মোড়কে মুড়ে দেওয়া হয়। আর এই ট্রেন্ড থেকে বাদ পড়েনি বর্তমান ভারতের অর্থনৈতিক অবস্থাও। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পরই ব্যস্ততা বেড়েছে সোশ্যাল মিডিয়ার ‘শিল্পী’দেরও।
১৯ সেপ্টেম্বরেও চাপে ছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার পর সেনসেক্স ২২০০ ওঠে। সেই খবর নিয়ে গুরুগম্ভীর চার্চা সঙ্গেই চলতে থাকে নানা হাসি ঠাট্টাও। চটজলদি শেয়ার হতে থাকে নানা মজার মিম। টুইটারে সেনসেক্স ও কর্পোরেট ট্যাক্স হ্যাসট্যাগেই ছড়িয়ে পড়তে থাকে মিমগুলি। সেখানে কোথাও দেখা যাচ্ছে, ১৯ তারিখ যাঁদের মুখ ভার ছিল, হঠাৎ করে কেমন তাঁদের মুখে হাসি ফুটেছে। হলিউড, বলিউড, টলিউডের সিনেমা বা সিরিয়ালের নানা দৃশ্য দিয়ে তৈরি মিম প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে। সারা দিন ধরেই হ্যাসট্যাগ সেনসেক্স ও হ্যাসট্যাগ কর্পোরেট ট্যাক্স ট্রেন্ডিং ছিল টুইটারে।