দুদিন আগেই যাদবপুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। সেই রেশ এখনো কাটেনি। যাদবপুরের ঘটনায় আহত উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ উপাচার্য প্রদীপ মিত্রকে দেখতে এইদিন হাসপাতালে পৌঁছান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাশাপাশি, শনিবার সকালে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ উপাচার্য প্রদীপ মিত্রকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন উপাচার্য সুরঞ্জন দাস ও সহ-উপাচার্য। সে দিন থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুস্থ রয়েছেন তাঁরা। শনিবার বিকেলেই ছেড়ে দেওয়া হবে তাঁদের। তার আগেই উপাচার্য এবং সহ-উপাচার্যকে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ কথা হয় তাঁদের সঙ্গে। দু’জনের শরীরের খবর নেন তিনি। সেইসঙ্গে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও তাঁদের সঙ্গে কথা হয় রাজ্যপালের। তিনি প্রার্থনা করেছেন যাতে উপাচার্য ও সহ-উপাচার্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন।