মোদীর আচ্ছে দিনে কৃষকদের চিত্র খুবই বেদনাদায়ক। ভারতীয় কৃষকদের দুরবস্থা কখনও পরিবর্তন হয়নি। তাই এইবার তাঁরা তাঁদের দাবিদাওয়া নিয়ে সরব হলেন। এও জানালেন, যতদিন তাঁদের দাবিদাওয়া পূরণ না হবে, ততদিন তাঁদের আন্দোলন চলবে। সেই উদ্দেশ্য নিয়েই শনিবার সকালে দিল্লীর উদ্দেশে মিছিল করে রওনা হয়েছেন হাজার হাজার কৃষক। সরকারের কাছে তাঁদের দাবি, আখের দাম বাবদ বকেয়া টাকা অবিলম্বে চুকিয়ে দেওয়া হোক। কৃষিঋণ পুরোপুরি নাকচ করা হোক। বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া হোক।
এই দাবিগুলি নিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার কৃষকরা। তাঁদের সংগঠনের নাম রাষ্ট্রীয় কিষাণ সঙ্ঘ। গত কয়েকদিন ধরে কৃষিমন্ত্রকের সঙ্গে তাঁদের কথাবার্তা চলছিল। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ায় এদিন সকালে নয়ডার ট্রান্সপোর্ট নগর থেকে তাঁদের মিছিল শুরু হয়। আগে জানা গিয়েছিল, ২৪ নম্বর জাতীয় সড়ক ধরে গাজিপুর সীমান্ত দিয়ে মিছিল ঢুকবে দিল্লিতে। শহরে ঢুকে তাঁরা যাবেন কিষাণ ঘাটের দিকে। কিন্তু পরে শোনা যায়, দিল্লিতে ঢোকার আগেই মিছিল আটকে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান ফারমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক পুরণ সিং বলেছেন, কৃষিমন্ত্রকের সঙ্গে আমাদের আলোচনা ব্যর্থ হয়েছে। আমাদের সামনে একটাই উপায় আছে। তা হল, মিছিল করে দিল্লীতে গিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। কৃষক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, দিল্লীতে মিছিল করেও যদি দাবি না মেটে তাহলে অনশনে বসা হবে। মিছিল আটকে দেওয়ার পরে তাঁরা কী করবেন জানা যায়নি।