যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকার। শনিবার সকাল ১০টার পর ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত হন তিনি।
গত বৃহস্পতিবারের বিশ্ববিদ্যালয় চত্বরেই প্রবল অশান্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এবং সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ। এর পর তাঁদের ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শনিবার সকালে হাসপাতালে পৌঁছন রাজ্যপাল। সূত্রের খবর, সেখানে সুরঞ্জনবাবু ও প্রদীপবাবুর কেবিনে যান তিনি। কিছুক্ষণ কথা হয় তাঁদের সঙ্গে। দু’জনের শরীরের খবর নেন তিনি। সেইসঙ্গে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও তাঁদের সঙ্গে কথা হয় রাজ্যপালের। তিনি প্রার্থনা করেছেন যাতে উপাচার্য ও সহ-উপাচার্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি৷ অভিযোগ, তাঁর পরামর্শ উপেক্ষা করেই বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্ররা৷ অভিযোগ, বাবুল সুপ্রিয় পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। ছাত্র-ছাত্রীরা দাবি তোলে ক্ষমা না চাইলে কোনও ভাবেই মন্ত্রীকে ক্যাম্পাস ছাড়তে দেওয়া হবে না। জানা গিয়েছে, এই নিয়ে প্রচণ্ড ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস৷ অসুস্থ হয়ে পড়েন সহ-উপাচার্য প্রদীপ মিত্রও।