ফের বিজেপিতে ভাঙন। আরামবাগে সালিপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন ১৪ জন সদস্য। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
ফিরহাদ এদিন বলেন, “লোকসভা নির্বাচনের পর ভয় দেখিয়ে, জোর করে ওদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়। বিজেপিতে গিয়ে এই ১৪ সদস্য বোঝেন, দলে থাকা সম্ভব নয়। তাই তারা ফিরে আসতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে চান”।
নির্বাচনের ফল বেরোনোর পর বিজেপি ঝাড়খন্ড থেকে গুন্ডাবাহিনী এনে বাংলায় সন্ত্রাস চালায়। সে সময় নির্বাচন কমিশন পুলিশকে নিয়ন্ত্রণ করতো। এর ফলে সন্ত্রাস বাড়ে। তৃণমূল নেতাদের ভয় দেখিয়ে, জোর করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়। কিন্তু তাতেও কোন ফল হচ্ছে না। তারা বিজেপিতে প্রবেশ করেই বুঝতে পারেন মানুষের উন্নয়ন এ দলে থেকে করতে পারবেন না। তাই তারা তৃণমূলে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ডে যুক্ত হয়েছেন৷