রামপুরহাটের খরুন গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামে কয়েকদিন আগে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। এলাকার বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সুবিধে-অসুবিধের কথা বলেছিলেন এলাকার বাসিন্দারা। সেই সব সমস্যা দূর করার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী। প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, সাধ্যমতো চেষ্টা করবেন। সেই মতোই হল কাজ।
বৃহস্পতিবার রাতে বেলে গ্রামের ক্যান্সারে আক্রান্ত প্রশান্ত মণ্ডলের স্ত্রীর হাতে দশ হাজার টাকার চেক চিকিৎসার জন্যে তুলে দিলেন মন্ত্রী। আশিসবাবু বলেন, “খরুন গ্রাম পঞ্চায়েত থেকে এই দশ হাজার টাকার চেক আমার হাত দিয়ে দিতে পেরে আমি ভীষণ খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলোর এত সুফল আর কি হতে পারে।
আশিসবাবু জানান, প্রত্যন্ত গ্রাম এলাকায়ও মমতা ব্যানার্জির দিদিকে বলো ব্যাপক সাড়া ফেলেছে। মানুষ সুফল পাচ্ছেন বলেই দিদিকে বলো এত দ্রুত প্রসার লাভ করেছে। সেই মতো বৃহস্পতিবার রাতে বেলে গ্রামের ক্যান্সারে আক্রান্ত প্রশান্ত মণ্ডলের স্ত্রীর হাতে দশ হাজার টাকার চেক চিকিৎসার জন্যে তুলে দিলেন কৃষিমন্ত্রী।