যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রীদের সম্পর্কে কদর্য ভাষায় চরিত্রহননের রাজনীতি শুরু করল বিজেপি। যার হোতা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। তাঁর কথায়, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বেহায়া’।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে সেখানে বিক্ষোভ চলার সময় ছাত্রীরা অনেকেই রীতিমতো প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন। তাঁদের সঙ্গে এক সময় বাবুলের কার্যত ধস্তাধস্তিও হয়। সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে দিলীপ ঘোষ যাদবপুরের ছাত্রীদের ‘বেহায়া’ এমনকী ‘নিম্নস্তরের’ বলেও দেগে দেন। সঙ্গে যোগ করেন, ‘ছাত্রীরা যে ভাবে বাবুলকে জড়িয়ে ধরে আক্রমণ করেছে দেখলাম, তাতে ওই ছাত্রীদের শ্লীলতা নিয়েই প্রশ্ন তুলতে ইচ্ছে করে’। এরপরেই তাঁর মন্তব্য, ‘বাবুলের চরিত্র আমরা জানি। কিন্তু ওঁরা (ছাত্রীরা) কোনও ব্যবসার সঙ্গে যুক্ত কি না জানতে চাইছি’। দিলীপের কথায়, ‘নিজেরাই ছেলেদের গায়ে পড়ছে আর অন্যকে দোষ দিচ্ছে৷ অতি নিম্নস্তরের ওঁরা৷ এই ধরনের অভিযোগ খুবই ওঁচা৷ এই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়’।
দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন, ‘যেসব মেয়েরা নিজেরাই ওখানে হামলা চালাতে গিয়েছিলেন, তাঁরাই নাকি আবার শ্লীলতাহানির অভিযোগ এনেছেন৷ বিজেপির রাজ্য সভাপতি আক্ষেপ, ‘বিশ্ববিদ্যালয়ের মান কোথায় নেমেছে! এত বড় একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে নিজেদের প্রতি অশালীন অভিযোগ আনছে৷’ এতেই থেমে থাকেননি দিলীপ ঘোষ ৷ যাদবপুরের ছাত্রীদের জন্য বিজেপি রাজ্য সভাপতি উপদেশ, ‘যাদের মানসম্মানের অত ভয় আছে সে মেয়েগুলি যায় কেন ওখানে ৷’
দিলীপের এই মন্তব্যের পরেই সমাজের সব মহল থেকেই নিন্দার ঝড় উঠেছে। পরিচালক তরুণ মজুমদারও কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘নিন্দার ভাষা খুঁজে পাচ্ছি না ৷ ওনার শিক্ষার অভাব রয়েছে ৷’