আমি যে ফের মুখ্যমন্ত্রী হব, তাতে কারও সন্দেহ আছে? মুম্বই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই এমন কথা শোনা গেল বিজেপি নেতা তথা বাণিজ্যনগরীর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের মুখে।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, এবার ভোটেও আমরা বিজেপির সঙ্গে জোট করব। কে ক’টি আসনে লড়বে, জানানো হবে কিছুদিন পরে। ফড়নবিশ এদিন বলেন, আমরা আসন ভাগাভাগি নিয়ে শিবসেনার ওপরে কিছু চাপিয়ে দিতে যাব না। সবকিছু আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে। তাঁকে বলা হয়, শিবসেনা তো তাদের মুখপত্র সামনা-য় বিজেপির সমালোচনা করেছে। আপনি এ ব্যাপারে কিছু বলবেন? তিনি বলেন আমি সামনা পত্রিকাটি পড়ি না। পরে তিনি বলেন, আমার মন্ত্রিসভায় সব সময় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। শিবসেনা মন্ত্রীদেরও মতামত নেওয়া হয়।
এরপরে তাঁকে প্রশ্ন করা হয়, আপনিই কি ফের মুখ্যমন্ত্রী হবেন? তিনি বলেন, ‘তাতে কোনও সন্দেহ আছে নাকি’? একটি সূত্রে শোনা গিয়েছিল, ‘বিধানসভা ভোটে এনডিএ জিতলে যুব শিবসেনার প্রধান আদিত্য ঠাকরে উপমুখ্যমন্ত্রী হবেন। দেবেন্দ্র ফড়নবিশকে এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আদিত্য উপমুখ্যমন্ত্রী হবেন কিনা, তা ঠিক করবে শিবসেনা’।
বিরোধীদের প্রশ্ন, দেবেন্দ্র আগে থেকে কী করে জানলেন তিনিই মুখ্যমন্ত্রী হবেন? তাছাড়া মুম্বই বিধানসভা ভোটে যে বিজেপিই জিতবে সেটা ফড়নবিশ জানলেন কি করে?