২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা ভোটের দিনই রাজ্যের তিন বিধানসভায় উপনির্বাচন হবে বলেই জানিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার দিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনের দিনেই দেশের ৬৪টি বিধানসভায় উপনির্বাচন হবে। বাংলার করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়্গপুর সদর বিধানসভায় উপনির্বাচন আয়োজিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।
নির্বাচন কমিশনার সুনীল আরোরা বলেন, ‘উপনির্বাচনের জন্য ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। ৩০ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পয়লা অক্টোবর হবে মনোনয়নের স্ক্রুটিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। ভোটের ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর।
শনিবার দিল্লীতে নির্বাচন কমিশনের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন সুনীল আরোরা। হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি। সুনীল অরোরা জানান, বাংলার সরকারের তরফে তাঁদের কাছে আবেদন করা হয়েছে দুর্গাপুজোর সময় ভোটের দিন না ফেলতে। কারণ সেই সময় রাজ্যের পুলিশ দুর্গাপুজোর নিরাপত্তার কাজে ব্যস্ত থাকবে। বাংলা সরকারের সেই আবেদন মাথায় রাখা হয়েছে বলেই জানান তিনি।
তারপরেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার। ২১ অক্টোবর কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর এই তিন বিধানসভায় হবে উপনির্বাচন। অর্থাৎ দুর্গাপুজোর পরে হলেও কালীপুজো ও দীপাবলির আগেই রাজ্যের এই তিন বিধানসভায় উপনির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।