বিশ্বকাপের পরই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট জগতে অতীত হয়ে গেছেন। এখন এমনটাই মনে করছেন সুনীল গাভাস্কার। তাঁর মতে, এবার ভারতীয় ক্রিকেটে ধোনিকে ছাড়া ভাবার সময় এসেছে। গাভাস্কারের ধারনা, ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনের মধ্যে ক্ষমতা আছে ধোনির জায়গা নেওয়ার। মাহির উদ্দেশ্যে প্রাক্তন ভারতীয় ওপেনারের পরামর্শ, নির্বাচকরা দল থেকে বের করে দেওয়ার আগেই ধোনির অবসর নিয়ে নেওয়া উচিত।
বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। সেই জল্পনা অবশ্য মাহি নিজেই উস্কে দিয়েছেন। বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে বিরতি নিয়ে তিনি চলে গিয়েছিলেন সেনা প্রশিক্ষণে। ক্যাপ্টেন কুল সেনা প্রশিক্ষণ সেরে ফিরে আসার পর আর জাতীয় দলে ডাক পাননি। এই পরিস্থিতিতে ধোনি দ্রুত অবসর ঘোষণা করতে পারেন বলেই মনে করছেন অনেকে। এদিকে, ধোনির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত আহামরি কিছু করে না দেখাতে পারলেও, তাঁর প্রতিভা নিয়ে প্রশ্ন নেই ক্রিকেট মহলে।
গাভাস্কারও মনে করছেন, ধোনির উপযুক্ত উত্তরসূরি হয়ে উঠতে পারেন ঋষভ পন্থ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলছেন, “আমাদের এবার ধোনির বাইরে বেরিয়ে ভাবতে হবে। আমার দলে ধোনির আর জায়গা নেই। আর যদি টি-২০ বিশ্বকাপের কথা বলেন তাহলে আমি অবশ্যই ঋষভ পন্থের কথা বলব। আর যদি, আরও বিকল্প প্রয়োজন হয় তাহলে আমি সঞ্জু স্যামসনের নাম বলব। সঞ্জু একই সঙ্গে ভাল উইকেটকিপার এবং ভাল ব্যাটসম্যানও।”
ধোনির অবসর প্রসঙ্গে গাভাস্কারের বক্তব্য, “যদি আমাকে টি-২০ বিশ্বকাপের কথা ভাবতে হয় তাহলে আমি তরুণদের কথা ভাবব। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অবিস্মরণীয়। কিন্তু, এখন সময় এসেছে ওঁর বাইরে ভাবার। আমার মনে হয়, তাড়িয়ে দেওয়ার আগেই ওঁর বিদায় নেওয়া উচিত।” এখন দেখার এমএসডি কবে অবসর নেয়।