ভালো পারফরম্যান্স করে প্রত্যাবর্তনের সময়ে ‘কুখ্যাত’ থেকে ‘বিখ্যাত’ হতে পারছেন না অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথ। বরাবর তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞেরা। কোথাও যেন ছন্দপতন। তবে বৃহস্পতিবার কিংবদন্তি সচিন তেন্ডুলকর জানিয়ে দিলেন, টেকনিক জটিল হলেও সংগঠিত মানসিকতার জন্যই টেস্ট ক্রিকেটে স্মিথ এত সফল।
বল-বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হওয়ার পরে এক বছর নির্বাসিত ছিলেন স্মিথ। প্রত্যাবর্তনের টেস্ট সিরিজে সাত ইনিংসে ৭৭৪ রান করে ক্রিকেটবিশ্বের চর্চায় ফিরে আসেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। এ দিন টুইটারে স্মিথের টেকনিক ব্যাখ্যা করে ‘মাস্টার ব্লাস্টার’ লেখেন, ‘‘জটিল টেকনিক হলেও স্মিথের চিন্তা-ভাবনা প্রচণ্ড সংগঠিত। সেটাই ওকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়।’’
সচিনের ব্যাখ্যা, ‘‘পিচ থেকে বল নড়তে শুরু করলে স্মিথকে দেখা যেত দ্রুত ব্যাট সরিয়ে নিচ্ছে। টেস্টে এ ভাবেই ব্যাট করা উচিত।’’ যোগ করেন, ‘‘শরীরের ভারসাম্য পিছনের পায়ে ছিল স্মিথের। তাই আর্চারকে সামলাতে লর্ডসে সমস্যা হয়েছে ওর।’’ ক্রিকেট দেবতাকে এভাবে পাশে পাওয়ায় স্বভাবতই খুশি স্মিথ। আরও ভাল পারফরম্যান্স করার অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন তিনি।