রাজীব কুমারের খোঁজে এবার তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল সিবিআই। সূত্রের খবর এমনই। রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার একজন আইআরএস অফিসার।
সিবিআই সূত্রে খবর, ডিএসপি পদমর্যাদার এক মহিলা অফিসার সঞ্চিতা কুমারকে জিজ্ঞাসাবাদ করছেন। রাজীব কুমার কোথায় আছেন? তিনি ছুটিতে থাকলে, কোথায় গিয়েছেন? তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই প্রশ্নেরই সদুত্তর পেতে চাইছেন গোয়েন্দারা। তবে সঞ্চিতা কুমারকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
শুক্রবার সকালে আগাম জামিনের আবেদন করলেন রাজীবে কুমারের আইনজীবী। রাজীব কুমার যে আগাম জামিনের আবেদন করছেন, শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সেই নোটিস পাঠিয়ে দেন তাঁর আইনজীবী। আলিপুর আদালত এই মামলা গ্রহণ করেছে। শনিবার দুপুর ১২ টা নাগাদ সংশ্লিষ্ট মামলার শুনানি হবে বলে খবর।
রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার আলিপুর আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল সিবিআই। সেই মামলার রায় ঘোষণা করে বিচারক জানিয়েছেন, রাজীবকে গ্রেফতারের জন্য রাজ্যের অনুমতি নিতে হবে সেটা এখানে প্রযোজ্য নয়। তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতার করা যেতেই পারে। সিবিআই-এর সব ক্ষমতা আছে।