যাদবপুর ক্যাম্পাসে বাবুল সুপ্রিয়র প্ররোচনাতেই তাণ্ডব চালাচ্ছে এবিভিপি। এমনই দাবি করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। কেন্দ্রীয় মন্ত্রীকে কাঠগড়ায় তুলে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও অবরোধের ডাক দেয় তারা। বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে এসএফআই জানিয়েছে,”আমাদের সংগঠন কখনই দেশের কোনও ক্যাম্পাসে কারওর প্রবেশাধিকার নিয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না। এর আগেও সোচ্চারে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু আজ কেন্দ্রের এক প্রতিমন্ত্রী যাদবপুর ক্যাম্পাসে যেভাবে দীর্ঘক্ষণ ধরে প্ররোটনা ও উস্কানি ছড়ান তার তীব্র প্রতিবাদ জানায় ভারতের ছাত্র ফেডারেশন।”
বৃহস্পতিবার এবিভিপির তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে ঢাকুরিয়া থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এসএফআই-এর মিছিল। এই মিছিলে এবিভিপির বিরোধিতা করে পা মেলান সাধারণ মানুষ।
মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক থেকে শুরু করে এসএফআই ইউনিটের সমস্ত ছাত্রছাত্রীরা। উঠল বিরোধী স্লোগানও।
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারী পড়ুয়ারা যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আটকে রেখেছিলেন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে এবিভিপি। শুক্রবার সকালে পাল্টা অভিযোগ দায়ের করেছে এসএফআই। যাদবপুর কান্ডে শুক্রবার থানায় অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও।