যাদবপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরা পড়ুয়াদের দেশবিরোধী তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যেভাবে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছি, সেভাবেই যাদবপুরে ঢুকে কমিউনিস্ট ঘাঁটি গুঁড়িয়ে দেব’।
শুক্রবার দুপুরে রাজ্য বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ। সেখানে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম ভাঙচুর করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওখানে বাইরের ছেলেরা ঢুকছে। দেশবিরোধী কাজ হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো কোনওভাবেই আমরা বরদাস্ত করব না। যেভাবে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছি, সেভাবে যাদবপুরে ঢুকে কমিউনিস্ট ঘাঁটি গুঁড়িয়ে দেব। কাল ভাঙা হয়েছে। আবার ভাঙা হবে’।
একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অসুস্থতার ভান করছেন উপাচার্য৷ উপাচার্যের ইস্তফা দেওয়া উচিত ছিল৷ মাকে মারলে কী ওষুধ দিতে হয়, জানি৷ শিল্পীদের উপর হামলা হচ্ছে৷ বাংলায় কী হচ্ছে এসব? ভদ্রলোকেরা কি রাজনীতিতে আসবেন না? রাজ্যের আইন-শৃঙ্খলা আজ ভেঙে পড়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি জানানো হয়েছে৷ কোনও ভাবেই পিঠ বাঁচানোর জায়গা নেই’৷