৪ মাস আগেই হয়েছে লোকসভা নির্বাচন। বিপুল ভোটে জিতে দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই ঘোষণা হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনই দিন ঘোষণা হবে না বলেই সূত্রের খবর।
আগামী ২৭ অক্টোবর দীপাবলি। তার আগেই ভোট হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানায়। ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ডিসেম্বরে সেখানে নির্বাচন হতে পারে বলে জানা গিয়েছে। টুইট করে এমনটাই জানিয়েছেন বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জ প্রীতি গান্ধী।
নির্বাচনের দিন ঘোষণা হলেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে এই দুই রাজ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে প্রচারে ঝাঁপিয়েছে শাসক বিজেপি ও তাদের সহযোগী শিবসেনা। গত মাসে ভোটারদের কাছে পৌঁছতে মহা জন আদেশ যাত্রায় বেরিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এরমধ্যেই এমন ঘোষণায় সেখানে ফের বেজে গেল ভোটের দামামা।