দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। তবে স্বতঃস্ফূর্ত ভাবে পুজোর প্ল্যান আর হয়ে উঠছে কই! কারণ বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস জারি করেছে যে পুজোয় বৃষ্টির প্রবল সম্ভাবনা। সেই সঙ্গে আজ বেলা বাড়তেই যেভাবে মুষলধারায় বৃষ্টি নামল তাতে আরও মুখ ভার বাঙালির।
আজ সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতার বিভিন্ন অংশে। বাদ যায়নি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। দু-এক পশলা হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে প্রায় সব জায়গাতেই। পাশাপাশি বইছে ঠাণ্ডা হাওয়াও। তবে বৃষ্টির স্থায়িত্ব কিংবা পরিমাণ কোনওটাই খুব বেশি নয়। ফলে তেমন হেরফের হয়নি তাপমাত্রায়। বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃষ্টির মধ্যেই ভ্যাপসা-গুমোট গরমে ঘেমেনেয়ে একসা হচ্ছেন শহরবাসী।
মৌসম ভবন সূত্রে খবর, আপাতত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও পাল্লা দিয়ে চড়বে পারদ। আগামী ২৪ সেপ্টেম্বরের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা তৈরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। ফলে, সেপ্টেম্বরের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে বলে আশঙ্কা আবহবিদদের। সেক্ষেত্রে এ বার পুজোয় ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
গত কয়েক বছর ধরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে বাঁধ সাজছে অসুর বৃষ্টি। বৃষ্টির মরসুম শেষ হয়ে গেলেও এই রাজ্য থেকে পাকাপাকি ভাবে বর্ষা বিদায় নেয় অক্টোবর মাসের ৮ তারিখ নাগাদ। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের সৌজন্যে কলকাতা থেকে বৃষ্টি বিদায় নিতে নিতে অক্টোবরের শেষ সপ্তাহ। যার ফলে মহালয়ার আগে বৃষ্টি না হলেও দিন তিনেকের মধ্যে ফের বৃষ্টিতে ভিজবে মহানগর। তেমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া অফিস।