আজ সন্ধ্যায় নিজেদের মাঠে লিগের খেতাবি লড়াইয়ে টিকে থাকার কঠিন লড়াই ইস্ট বেঙ্গলের। প্রতিপক্ষ রেনবো অবনমনের লড়াইয়ে আছে। মহমেডান স্পোর্টিংয়ের মতোই কোচ পরিবর্তন হয়েছে রেনবোর। টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন দীপেন্দু বিশ্বাসদের সম-সাময়িক সৌমিক দে। চলতি শতাব্দীতে ইস্ট বেঙ্গলে খেলে ঘরের ছেলে হয়ে গিয়েছেন আলভিটো ডি কুনহা আর সৌমিক দে। আলভিটো গোয়ানিজ হওয়ায় সৌমিক দে’ই একমাত্র ঘরের ছেলের তকমা পান। এখন প্রশ্ন হল, দীপেন্দু বিশ্বাসের পারফরম্যান্সে উজ্জীবিত হয়ে সৌমিক কি ইস্ট বেঙ্গলকে রুখে কলকাতা লিগ আরও জমিয়ে দিতে পারবেন?
গত ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করে মুষড়ে পড়েছিলেন ইস্টবেঙ্গলের সদস্য, সমর্থকেরা। কিন্তু বৃহস্পতিবার মহমেডানের বিরুদ্ধে মোহনবাগানের হারের পরে ফের লিগ জয়ের স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির। আজকের ম্যাচের আগেও লাল-হলুদ কোচ মাঠে নেমে অনুশীলন করালেন না। রাজারহাটের একটি পাঁচতারা হোটেলের জিম, সুইমিং পুল এবং কনফারেন্স রুমে ভিডিয়ো সেশনের মাধ্যমেই রেনবো ম্যাচের প্রস্তুতি সেরেছেন তিনি। ইস্টবেঙ্গল কোচের মূল্যায়ন, পরপর ম্যাচ খেলে ছেলেরা ক্লান্ত। তাই মনঃসংযোগের অভাব হচ্ছে বিদ্যাসাগর সিংহদের। যার প্রভাব পড়ছে ম্যাচে। তবে রেনবোর বিরুদ্ধেও ইস্টবেঙ্গল কোচ দলে বড়সড় কোনও পরিবর্তন আনছেন না বলেই সূত্রের খবর।
অবনমনের লড়াইতে থাকলেও আজ ম্যাচ জিততে মরিয়া রেনবো। রেনবোর কোচ সৌমিক বললেন,‘ইস্ট বেঙ্গলে টানা ১১ বছর খেলা এখন আমার কাছে অতীত। দলের অবনমন (৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে) বাঁচাতে তিন-চার পয়েন্ট চাই। মোহন বাগান ম্যাচে হারার মতো খেলিনি। মুহূর্তের ভুলে ম্যাচটি হারি। সেই কথাই বলেছি খেলোয়াড়দের। সৈকত সরকার ছাড়া পূর্ণ শক্তির দল খেলবে।’
রেনবো দলে আছেন রিচার্ড, কাজিম, ফেলিক্স চিডিদের মতো আফ্রিকান ফুটবলার। তাই কাসিম আইদারাকে রোটেশন সিস্টেমে হয়তো খেলাবেন কোচ। কাসিম শেষ দুটি ম্যাচ খেলেননি। স্টপারে বোরহার জায়গায় আসতে পারেন ক্রেসপি। তবে মাঝমাঠে লালরিনডিকা রালতে হঠাৎ শোচনীয় ফর্মে। তাঁর জায়গায় রোমেপুইয়াকে কি নামাবেন আলে স্যার? সেটপিস ভালো নেন বলে ডিকার উপর দারুণ ভরসা করেন স্প্যানিশ কোচ। রাইট ব্যাকে কমলপ্রীতের বদলে সামাদকে স্প্যানিশ কোচ নামাবেন কিনা সেটাই দেখার। এমনিতে রেনবো ময়দানে ইস্ট বেঙ্গলের ‘বি’ দল হিসাবে পরিচিত। তাঁদের মূল জার্সি লাল হলুদ। আজ হয়তো অন্য ডিজাইনের জার্সি পড়ে খেলতে হবে নিউ বারাকপুরের দলটিকে। তবে রেনবো অবনমনের আশঙ্কায় থাকায় ‘অফ দ্য ফিল্ড’ কোনও অঙ্ক কাজ করবে? ময়দানে কৌতুহল সেই নিয়েই।