প্রথমবার অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, অসমে প্রকৃত নাগরিকদেরও জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বাংলায় এনআরসি নিয়ে কথা হয়নি অমিত-মমতা বৈঠকে।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/947941578872032/
বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তাঁর হাতে একটি চিঠি তুলে দিয়েছি। তাঁকে জানিয়েছি, এনআরসি তালিকা থেকে যে ১৯ লক্ষ মানুষ বাদ পড়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই বাঙালি। এ ছাড়াও আছেন বহু গোর্খা, হিন্দিভাষী ও অসমের স্থানীয় মানুষ। বহু প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই দিকটা দেখা উচিত। সরকারিভাবে একটি চিঠি দিয়েছি।’ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কথা শুনেছেন ও দেখবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনই জানান মমতা।
বাংলার বহু মানুষ এনআরসি নিয়ে চিন্তিত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলায় নাগরিকপঞ্জির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানান তিনি। মমতা বলেন, ‘আগেই আমরা আমাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছি। বাংলায় নাগরিকপঞ্জির দরকার নেই’। বাংলার নাম বদল নিয়ে কোনও কথা হয়েছে কি না প্রশ্ন করা হলে মমতা জানান, এ বিষয়ে বুধবার প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি বিবেচনা করবেন।