বিজেপিতে মোহভঙ্গের পর তৃণমূলে ফেরার ঢল শুরু হয়েছে। খানাকুলের দুটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান-সহ ৯ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন৷ কলকাতায় মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে এই খবর জানান।
খানাকুলের কিশোরপুর ১ নম্বর পঞ্চায়েত প্রধান সন্দীপ বর ও রামপুর ১ নম্বরের সঞ্জীব দলুই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া আরও ৭ জন সদস্য চেতলা সদনে আসেন।
ফিরদাহ হাকিম এদিন বলেন, “লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর ভয় দেখিয়ে এদেরকে দিল্লীতে বিজেপি অফিসে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর এরা বিজেপি থেকে বেরিয়ে আবার তৃণমূলে ফিরতে চান। কারণ, সেই সময় অর্জুন আর মুকুল রায়ের ছেলে তাণ্ডব চালাচ্ছে। এদের বাড়ি ভাঙচুর করা হয়। এমনকি মারধরও করা হয়”।