বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লীতে মোদীর সঙ্গে বৈঠক শেষে মমতা বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হচ্ছে দেউচা-পাচামিতে। ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, পুজো-নবরাত্রি মিটে গেলে একটা দিন সময় দিলে, উদ্বোধনের কাজটা সেরে ফেলা যাবে’।
মোদী-মমতা-র বৈঠক নিয়ে দিল্লি-কলকাতা দুই শহরেই প্রবল আগ্রহ ছিল। বুধবার বিকালে বৈঠক শেষে মমতা বলেন, ‘দ্বিতীয় বার উনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেখা করা হয়নি। তাই এলাম। রাজ্যের অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলা কেন্দ্রের থেকে সাড়ে তেরো হাজার কোটি টাকা পায়। তা প্রধানমন্ত্রীকে জানিয়েছি’। রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি নিয়েও যে জোরের সঙ্গে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে তা-ও বলেন মমতা। তাঁর কথায়, “আমি বলেছি, আপনাদের যদি কিছু পরামর্শ থাকে দিন। আমরা গ্রহণ করব’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, যখনই তিনি দিল্লী আসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাই ‘আগামীকাল যদি সময় পাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব’ বলে জানিয়েছেন মমতা।
এছাড়া রাজ্যের উন্নয়ন ভিত্তিত একাধিক প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। গত আট বছরে রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ১২.৫ শতাংশ। আর্থিক মন্দার বাজারেও রাজ্যের রাজ্যের আর্থিক বৃদ্ধির হার তরতরিয়ে বেড়েছে। নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্যের তৃণমূল সরকার। এবিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।