কলকাতা লিগ জমে গেছে। বড় বড় টিমগুলোর উত্থান পতনের মধ্যে দিয়েই চলছে লিগ। এক ম্যাচে হারের পর আবার জিতে উঠে আসছে ওপরে। সেইরকমই মোহনবাগানের শেষ দুটি ম্যাচে নেমে গোল পেয়েছেন শ্যামনগর তরুণ সংঘের কোচিং ক্যাম্প থেকে উঠে আসা শুভ ঘোষ। তাঁকে ঘিরেই এক উন্মাদনা তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবার তাঁকে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম থেকে খেলানো হবে না তাঁকে এমনই জানা যাচ্ছে। ১৮ জনের দলে থাকছেন জুলেন ওয়াইজোলা। তিনি দিনে দিনে উন্নতি করছেন। জুলেন প্রথম থেকে নামবেন কিনা তা বোঝা যাবে আজ প্র্যাকটিসের পর। তবে ‘সুপার সাব’ হিসাবেই নামানোর পরিকল্পনা মোহন বাগান কোচ কিবু ভিকুনার।
মহমেডান স্পোর্টিং ম্যাচে স্টপারে খেলানো হতে পারে ত্রিনিদাদ ও টোবাগোর স্টপার ড্যানিয়েল সাইরাসকে। মহমেডান স্পোর্টিং আপাতত তেমন রেখাপাত না করলেও দীপেন্দু বিশ্বাসের প্রশিক্ষণাধীন দলটিকে গুরুত্ব দিচ্ছেন মোহন বাগান কোচ। তাঁর ধারণা, মহমেডানের আপফ্রন্টে আর্থার ঝামেলায় ফেলে দিতে পারেন মোহনবাগান রক্ষণকে। মরশুমের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল কালো-সাদা ব্রিগেডের। তবে সেই দলের সঙ্গে এই দলের পার্থক্য আছে বলেই মনে করছেন কিবু।
এদিকে, মোহনবাগানের মতোই এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করল মহমডান। প্রিয়ন্ত সিং, আমিনুল হক চোট কাটিয়ে দলে ফিরছেন। করিম ওমোলাজার চোট ছিল। ভবানীপুর তাই তিন গোলে হারিয়েছিল কালো- সাদা ব্রিগেডকে। কিবুর দুর্ভাগ্য, যে মোহন বাগান ম্যাচের আগে মহমেডান পূর্ণ শক্তির দল নামাচ্ছে।