মাস খানেক আগেই গ্রাহকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে একপ্রকার চুপিসারেই রান্নার গ্যাসের ভর্তুকি ২০ টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এবার সামনে এল, আবেদনপত্র গৃহীত হলেও এখনও পর্যন্ত এ রাজ্যে উজ্জ্বলা গ্যাস সংযোগ পাননি প্রায় সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। উজ্জ্বলা প্রকল্পের বাস্তবায়নে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও এক্ষেত্রে এবার রাজ্যের জেলাভিত্তিক রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই আলোড়নের সৃষ্টি হয়েছে।
চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলায় উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য ৮৯ লক্ষ ৭০ হাজার ৬১৭টি আবেদন গৃহীত হয়েছে। কিন্তু ২০১৯ সালের ২৬ আগস্ট উজ্জ্বলা গ্যাস সংযোগ পেয়েছেন রাজ্যের ৮৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৪ জন মানুষ। অর্থাৎ আবেদন গৃহীত হলেও এখনও বাংলার মোট ৪ লক্ষ ৭২ হাজার ৭৫৩ জন আবেদনকারীর বাড়িতে সংযোগ দেওয়াই যায়নি।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুসারে, রাজ্যের মুর্শিদাবাদ জেলায় আবেদনপত্র গৃহীত হলেও এখনও পর্যন্ত ৪৫ হাজার ৪৪০ জন আবেদনকারীকে উজ্জ্বলা সংযোগ দেওয়া সম্ভবই হয়নি। আবেদনপত্র গৃহীত হলেও গ্যাস সংযোগ না পাওয়ার সংখ্যা উত্তর দিনাজপুরে ৩০ হাজার ২৮৬টি।
সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের ওই তথ্য থেকে এ-ও জানা যাচ্ছে, গোটা বাংলায় ২০১৯ সালের ২৬ আগস্ট পর্যন্ত উজ্জ্বলা গ্যাস সংযোগ চেয়ে মোট আবেদন জমা পড়েছে ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার ৩২৭টি। যার মধ্যে আবেদনপত্র গৃহীত হয়েছে ৮৯ লক্ষ ৭০ হাজার ৬১৭টি। সংযোগ ‘ইস্যু’ হয়েছে ৮৮ লক্ষ ১৬ হাজার ১৬৯টি ক্ষেত্রে। সরকারি তথ্য বলছে সারা রাজ্যের মধ্যে উজ্জ্বলা গ্যাস সংযোগ চেয়ে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলাতেই। ১২ লক্ষ ৭৮ হাজার ৬৫৯। যার মধ্যে আবেদনপত্র গৃহীত হয়েছে শুধুমাত্র ৯ লক্ষ ১৭ হাজার ৪৫৪টি ক্ষেত্রে।
এই পরিস্থিতি কেন? কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রকের সাফাই, আবেদনপত্র গৃহীত হলেও গ্যাস সংযোগ দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি সরকারি পর্যায় থাকে। এবং তা কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু যাঁদের আবেদনপত্র গৃহীত হয়েছে, তাঁরা প্রত্যেকেই উজ্জ্বলা গ্যাস সংযোগ পাবেন।