খানাকুলের ৪৯ নম্বর জেড পি–র যুবমোর্চার সম্পাদক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। নাম অভিজিৎ দোলুই। অভিজিৎ সোমবার সন্ধেয় খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিমের হাত ধরে তৃণমূলে যোগদেন।
নতুন দলে যোগ দিয়ে অভিজিৎ বলেন, “২০০৫ সালের শেষ দিক থেকে আমি বিজেপি করছি। যুব মোর্চার সদস্য হিসেবে কাজ শুরু করেছিলাম। খানাকুলের ধান্যগোরি অঞ্চলে বিজেপি–র সংগঠন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলাম। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর দেখলাম এই দলটি দুর্নীতিতে ভরে গেছে”।
এ বিষয়ে তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম বলেন, “অভিজিৎ তৃণমূলের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি”।
অভিজিৎ দোলুই জানান, “যে আদর্শ নিয়ে এই দল আগে চলত তা এখন লক্ষ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে দল ছেড়ে দিলাম। এখন থেকে আমি তৃণমূলের হয়ে কাজ করতে চাই। কারণ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন”।