ওসি থেকে শুরু করে কলকাতা পুলিশের সমস্ত কর্তাকেই মঙ্গলবার লালবাজারে ডেকে পাঠান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। পুজোর আগে থেকেই শহরকে যানজটমুক্ত করার নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার। পাশাপাশি, এদিন সমস্ত ডিসিদের কাছ থেকে প্রতিটি থানার পারফরম্যান্স জানতে চান পুলিশ কমিশনার।
এই বৈঠকে পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান, “কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি শহরের বিভিন্ন রাস্তায় অনেক যানজট হচ্ছে। সেই খবর আমার কানে আসছে। শহরে এই যানজট চলতে দেওয়া যাবে না। পুজো আসার আগেই শহরে এত যানজট কেন? অবিলম্বে শহরকে যানজটমুক্ত করতে হবে। এরজন্য প্রয়োজন হলে ট্রাফিকের ডিসি ও সমস্ত ট্রাফিক গার্ডের ওসিদেরও রাস্তায় নেমে যানজট সামাল দিতে হবে। সামনেই পুজো। পুজোতেও দেখবেন শহরকে যানজটমুক্ত রাখা যায় কিনা।”
শহরজুড়ে পুলিশের নাকা তল্লাশির প্রশংসা করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি জানান, “শহরের বিভিন্ন রাস্তায় রাতের নাকা তল্লাশি যেমন চলছে তা চলবে। বরং আরও ভাল করে এই তল্লাশি চালাতে হবে। এক্ষেত্রেও নাকা তল্লাশি চালাতে হবে থানার ওসিদের রাস্তায় নেমে। এরজন্য ট্রাফিকের গার্ডগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখেই নাকা তল্লাশি চালাবেন থানার ওসিরা।”
এদিন ছিল লালবাজারে পুলিশ কমিশনারের ‘ক্রাইম মিটিং’। সেই কারণে সমস্ত থানার ওসি, সমস্ত ডিভিশনের ডিসি ও অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা এই মিটিং-এ উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ট্রাফিকের ডিসি ও সমস্ত ট্রাফিক গার্ডের ওসিরাও।