বেশ কয়েকদিন ধরেই নির্বাচন নিয়ে সিএবির অন্দরে টানাপোড়েন চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার মধ্যেই হঠাৎই সিএবির বার্ষিক সাধারণ সভা নিয়ে জটিলতা দেখা দিল। আর তার সমাধান খুঁজতে অন্য রাজ্য সংস্থার সঙ্গে আলোচনায় বসল সিএবি। সব সংস্থাতেই কম-বেশি একই অবস্থা। তাই যাবতীয় সিদ্ধান্ত একসঙ্গে নেওয়ার ব্যাপারেই এগোতে চায় সিএবি। ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট নারায়নস্বামী শ্রীনিবাসন স্বয়ং।
জানা গিয়েছে, মঙ্গলবার টেলিকনফারেন্সে শ্রীনির সঙ্গে বৈঠক করেন রাজ্য সংস্থার প্রতিনিধিরা। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন শহরে ছিলেন না। মুম্বই থেকে টেলিকনফারেন্সে যোগ দেন। নতুন গঠনতন্ত্র অনুযায়ী অনেক বড় কর্তাই সিএবির নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এমনকী ভোট দেওয়ারও অধিকার থাকবে না তাঁদের। এই ব্যাপারটাই মেনে নিতে পারছেন না সিএবি সদস্যদের একটা বড় অংশ। সিওএ-র কাছে সিএবি অনুরোধ করেছিল, সত্তরোর্ধ্ব সদস্যদের ভোট দিতে দেওয়া হোক। কিন্তু মঙ্গলবার এই আবেদন খারিজ করে দিল সিওএ। সিএবিকে জানিয়ে দেওয়া হয়েছে, ৭০ বছরের বেশি বয়সের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না, ভোটও দিতে পারবেন না। এ ছাড়া ওয়ার্কিং কমিটিতে নয় বছরের বেশি সময় থাকা সদস্যদের বিদায় নিতে হবে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে। এত সব নিয়ম মানলে শেষ পর্যন্ত সিএবি কারা চালাবেন, তার উপরই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে।