নরওয়ের সৈকত থেকে প্রায় আট কিলোমিটার ভিতরে গিয়ে, জলের ৮০০ মিটার গভীরে বঁড়শি ফেলে অপেক্ষা করছিলেন মৎস্যজীবী অস্কার লুনড্যালবে। কিন্তু অস্কার ভাবেননি, সেই মাছ তোলার পরেই পাল্টে যাবে তাঁর জীবন! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিখ্যাত হয়ে যাবেন তিনি!
বঁড়শিতে টান পড়ার পরে অভ্যাস মতোই সুতো গোটাতে থাকেন অস্কার। তখনই বুঝতে পারেন, বড়সড় মাছ টোপ গিলেছে। প্রায় আধ ঘণ্টা ধরে গলদঘর্ম প্রচেষ্টার পরে নৌকোয় তুলতে পারেন মাছটি। কিন্তু সে মাছ দেখেই তাঁর চক্ষু ছানাবড়া। এমন মাছ তো কখনও দেখেননি তিনি! এক ঝলক দেখে মনে হচ্ছে, ছোটখাটো একটি ডাইনোসর উঠে এসেছে সমুদ্র থেকে। শরীরটি বড়, ফোলা। লেজ সরু। চোখগুলো শরীরের তুলনায় অনেক বড়-বড়, প্রায় ঠিকরে বেরিয়ে আসছে।
ব্যাটফিশ নামে পরিচিত এই মাছটি বিরল প্রজাতির। হাঙরেরই সমগোত্রীয় তারা। গভীর সমুদ্রের তলদেশে বাস করার কারণে, এদের সহজে দেখা যায় না। এরা প্রায় ৩০ কোটি বছরের পুরনো প্রজাতি বলে জানিয়েছেন মৎস্য-বিশেষজ্ঞরা।
এরপর ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তার পরেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। সেই সঙ্গে মানুষ জেনে যায় অস্কারের কথাও, যিনি বিরল-দর্শন মাছ শিকার করেছেন। সংবাদমাধ্যমেও খবর যায়, সেখানেও প্রকাশিত হয় এই মাছের কথা। তিনি স্থানীয় সংবাদপত্রে বলেছেন, “প্রথমে ভয় পেলেও, পরে বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা পেয়েছি, যা সহজে পাওয়া যায় না। ডাইনোসরের মতো দেখতেওই মাছের নাম আমি জানি না।”