শনিবার ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সৌদি আরবের তেল উত্তোলনকারী সংস্থা আরামকো। তার ধাক্কা গিয়ে লেগেছে বিশ্ব বাজারেও। এর জেরে পরপর দু’দিন বড়সড় ধস শেয়ার বাজারে। সোমবারের ধাক্কাটা ছিল সামান্য। কিন্তু, মঙ্গলবার বড়সড় ধাক্কা খেল শেয়ার বাজার। এক ধাক্কায় সেনসেক্স নেমে গেল প্রায় ৭০০ পয়েন্ট। একই সঙ্গে বড়সড় পতন ন্যাশন্যাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকেও।
কিছুদিন আগেই সৌদি আরবে তৈল শোধনাগারে হামলা চালিয়েছে ড্রোন বিমান। ইরান থেকে তেল কেনার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করার ফলে বেশিরভাগ দেশই এখন সৌদি আরবের ওপর নির্ভরশীল। তৈল শোধনাগারে অগ্নিকাণ্ডের পরে তেলের উৎপাদন ব্যাপক হারে কমে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের যোগান আসছে কম। তাই দাম বাড়ছে।
এর মধ্যে ভারতে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক শেয়ার বেচে দিয়েছেন। ফলে সাধারণভাবে অন্যান্য বিনিয়োগকারীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৪২৮ কোটি টাকার শেয়ার বেচে দিয়েছেন।
এদিন বাজার খোলার পর থেকেই দ্রুতহারে কমতে থাকে অটোমোবাইল সেক্টরের সংস্থাগুলির শেয়ার। একই সঙ্গে পতন হয় নিফটির সূচকেরও । বাজার খুলতেই সেনসেক্স নেমে যায় ৩৭০ পয়েন্ট। কিছুক্ষণের মধ্যেই কমতে কমতে তা ৭০০ পয়েন্ট নেমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসই সেনসেক্স দাঁড়িয়ে আছে ৩৬ হাজার ৪২৫ পয়েন্টে। নিফটি প্রায় ৫০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ পয়েন্টের কাছাকাছি। একসময় নিফটি ৮৩ পয়েন্ট নেমে গিয়েছিল। এদিন অটোমোবাইল সেক্টরের পাশাপাশি ব্যাংকিং সেক্টরের শেয়ারেও ধস নেমেছে। অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের শেয়ারে রেকর্ড পতন হয়েছে। পতন হচ্ছে রিলায়েন্স, লার্সন অ্যান্ড টার্বোর মতো সংস্থার শেয়ারেও। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন কোম্পানির দুটি কারখানায় বিস্ফোরণের জেরে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম।
চয়েস ব্রোকিং-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুমিত বাগাড়িয়া বলেন, তেলের দাম বাড়ছে, তার সঙ্গে কমছে টাকার দাম। যে শেয়ারগুলির দাম সবসময় চড়া থাকে তাদের মধ্যে এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারেরও দাম কমেছে। এর ফলে নেমেছে শেয়ার সূচক। তাঁর মতে নিফটি আরও নেমে ১০,৮০০ থেকে ১০,৭৫০-এ গিয়ে দাঁড়াতে পারে।
বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন কোম্পানির দুটি কারখানায় বিস্ফোরণের জেরে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার তেলের দাম কিছুটা কমলেও তাতেও স্বস্তি পাচ্ছে না শেয়ার বাজার। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপক হারে বাড়ার আশঙ্কার প্রভাব সরসরি পড়ছে ভারতের শেয়ার বাজারে। এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে ভুগছেন দালাল স্ট্রিটের কারবারিরা।