দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শহর তিলোত্তমা। পুজোর সময় শহর জুড়ে থাকে বাড়তি নিরাপত্তা। এবারেও তার ব্যতিক্রম নয়। প্রতিবার পুজোর সময় যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয় তাই এবার পুজোতে চলবে বাড়তি ১৬০০ বাস।
নবান্নের তরফে জানানো হয়েছে, কলকাতা শহরে পুজোর দিনগুলিতে শহরে ১৬০০ বাস পথে নামবে। রাত্রিকালীন পরিষেবা ও লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। পরিবহণ দপ্তরের নিজস্ব কন্ট্রোল রুম খোলা হচ্ছে। কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। পুজোয় বাস, ট্রাম, জলপথে পুজো পরিক্রমার বিশেষ আয়োজন করেছে রাজ্যের পরিবহণ, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তর। বনেদি বাড়ির পুজো তো থাকছেই, থাকছে ইছামতীতে বিসর্জন দেখা। সল্টলেক ও নিউ টাউনের পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দর্শনার্থীদের জলপথ, বাস, ট্রামে পুজো দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। পুজো পরিক্রমার জন্য অনলাইনে বুকিং করা যাবে www.wbtc.com.in অথবা www.ctconlinebooking.in –এ। একদিনের টিকিটে সারাদিন ভ্রমণের জন্য ভাড়া ১০০ টাকা। এই টিকিট আগাম সংগ্রহ করতে হবে পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডগুলি থেকে। এটি অনলাইনে বুক করা যাবে না। বিস্তারিত জানা যাবে ৯৮৩০১৭৭০০০ নম্বরে ফোন করে। এছাড়াও ০৩৩–২২১৩– ২২১২ / ২২১৩/ ২২১৪/ ২২১৫ এই নম্বরে। ০৩৩–২২৪৮–১৭৩১/১৭৩২, ০৩৩–২২৩৬–০৪৬৩ নম্বরেও জানা যাবে। চতুর্থী থেকে নবমী পর্যন্ত এই টিকিট প্রযোজ্য হবে। রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য। গত বছর কয়েক লক্ষ মানুষ পরিবহণ নিগমের বাস, ট্রাম ও জলযান ব্যবহার করেছিলেন। সরকারের আয় হয়েছিল ১০ কোটি টাকা। নবান্নের তরফে আশা, এই সংখ্যা আরও বাড়বে।