নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে দেওয়া যায় তবে যাবতীয় পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি৷ এমনকি নিজের আমানত ব্যাঙ্কে জমা রাখতে হলেও চাই আধার পরিচয় পত্র। কিন্তু সেই আধারে নাম তুলতে আঁধার রাতে স্ত্রী সন্তান নিয়ে ব্যাঙ্কের বাইরে রাত জাগছেন দেশের সাধারণ মানুষ৷ এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি শহরে৷
আধার কার্ডের জন্য নাম তোলা মোটেও যে সহজ কাজ নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এইসব মানুষ৷ জলপাইগুড়ি শহরের পিসি শর্মা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আধারে নাম তোলা হয়। কিন্তু দিনে ২০ জনের বেশি নাম তোলেন না তারা। অথচ প্রতিদিন কমপক্ষে ১০০ মানুষ লাইন দিতে আসেন এখানে। ফলে ফিরে যেতে হয় অনেক মানুষকে।
কিন্তু আধার কার্ড ইস্যুতে এবার ফের দেশবাসীকে আঁধারে নিয়ে যাওয়ার ছক কষছে মোদী সরকার। এবার এমন এক আইন আনতে চলেছে য়ারা, যাতে আধার নম্বর ভুল হলেই দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা! এমনকী যতবার ভুল নম্বর দেওয়া হবে ততবারই গুনতে হবে জরিমানা।
তাই সেই সমস্যা কাটাতেই রাত থেকেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকে। মঙ্গলবার সকাল ১০ টায় খুলবে ব্যাঙ্ক। আর তাই রাত ১০টা থেকেই ছেলে বউ নিয়ে লাইনে এক যুবক। বাড়ি বহুদূর। সকালে এসে বহুবার ঘুরে গিয়েছেন, নাম তুলতে পারেননি আধার কার্ডে। ফলে বাধ্য হয়েই রাত জাগার উদ্যোগ তাদের। একইভাবে লাইনে সরকারী কর্মী এক প্রৌঢ়।
দেশের সরকার আধারকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বহুবার। কিন্তু তাতে বাধ সেধেছে দেশের শীর্ষ আদালত। আধার এখনও বাধ্যতামূলক নয় শীর্ষ আদালতের রায়ে। যদিও তাতে থোরাই কেয়ার করেন সরকারি আধিকারিকেরা।