‘কোনও কারণ ছাড়াই’ ৮১ বছর বয়সী নেতা ফারুককে আটক রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। তাঁর প্রশ্ন, ‘জম্মু ও কাশ্মীরের মানুষের নিরাপত্তা নিয়ে যদি আর কোনও উদ্বেগই না থাকে, তা হলে কেন এত দিন ধরে আটক রাখা হয়েছে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে’? তাঁর আরও প্রশ্ন, ‘ফারুককে আটক রাখার পিছনে কি অন্য কোনও কারণ রয়েছে’?
এ দিন তাঁর টুইটে সিব্বল লিখেছেন, ‘কিছু দিন আগে বিজেপি জানিয়েছিল, জম্মু-কাশ্মীরের ৯২ শতাংশ মানুষই সংবিধানের ৩৭০ ধারা রদের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক। তার পর অমিত শাহ সংসদে জানান, ফারুক আবদুল্লাকে আটকও করা হয়নি। করা হয়নি গ্রেফতারও। মানুষের নিরাপত্তা নিয়ে যখন আর কোনও উদ্বেগ নেই, তখন কেন ফারুককে আটক করা হল? সেটা কি সুপ্রিম কোর্টে ভাইকোর আর্জির প্রেক্ষিতেই’?
গত ৫ অগস্ট, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর রাজ্যকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরপরই জন নিরাপত্তা আইনে জম্মু ও কাশ্মীরের রাজনীতিকদের আটক করা শুরু হয়। ওই আইনে আদালতে কোনও শুনানি ছাড়াই কোনও ব্যক্তিকে দু’বছর পর্যন্ত আটক রাখা যায়।