মোদীর জন্মদিনেই বিদেশী বিনিয়োগকারীরা হাত গোটাচ্ছেন দেশ থেকে। প্রকাশ্যে এল এমন চিত্রই।
২০১৪–য় নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর গত ছয় বছরে দেশের শেয়ার বাজারে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নী করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। এই আশা নিয়ে যে মোদীর নেতৃত্বে ভারতে বাণিজ্যে জোয়ার আসবে। কিন্তু সেই আশায় জল পড়েছে। এবার ভারতীয় শেয়ার বিক্রি করতে শুরু করেছেন তাঁরা। এবছরের জুন থেকে এপর্যন্ত ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার বিক্রিও করে দিয়েছেন বিদেশি লগ্নিকারীরা। যা ১৯৯৯ সালের পর এই প্রথম।
এর কারণ হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ভারতের আর্থিক বৃদ্ধির লাগাতার পতন যা ২০১৩–র পর দেখা যায়নি, জিডিপি–র হার ৫ শতাংশে নেমে আসাকেই দায়ী করছেন। দেশের গাড়ি শিল্পে চরম মন্দা, বেকারত্বের হারে অস্বাভাবিক বৃদ্ধির মতো কারণও রয়েছে। সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের কোনও স্থায়ী দিশা দিতে না পারা অন্যতম কারণ বলে জানাচ্ছেন তাঁরা।
বিনিয়োগকারীরা বলছেন, জিডিপি-র হার ঠিক মতো না হলে পরিকাঠামোগত সংস্কার করা অসম্ভব। শুধু বিদেশি বিনিয়োগকারীরাই নন, দেশের লগ্নিকারী বড় কোম্পানিগুলিও মোদী এবং তাঁর সরকারের উপর থেকে ক্রমেই আস্থা হারাচ্ছে। মঙ্গলবারও ৪৫০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্সের সূচক। সব মিলিয়ে মোদীর জন্মদিনেই দেশের অর্থনীতির বেহাল দশাটা সামনে চলে এল।