গাড়ি শিল্প থেকে বিস্কুট- সর্বত্রই বাজারে চাহিদা বাড়ন্ত। বিক্রি না হওয়ায় বন্ধ করতে হচ্ছে উৎপাদন। বস্ত্র এবং নির্মাণ শিল্পের অবস্থাও তথৈবচ। এ সবের ফলে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধিও নেমে গেছে ৫ শতাংশে। সেইসঙ্গে মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাজারে টাকার দামে রেকর্ড পতন তো রয়েছেই। সবমিলিয়ে দেশের অর্থনীতি যখন এমনিই কাহিল, তখন তার ওপর খাঁড়ার ঘা দিয়ে ব্যাপকভাবে বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম! সাম্প্রতিক রিপোর্ট বলছে, লিটার প্রতি ফের ৫-৬ টাকা হারে বাড়তে পারে তেলের দাম। যার ফলে এখন থেকেই অশনিসংকেত দেখছে অর্থনীতিবিদরা।
প্রসঙ্গত, রবিবার সৌদি আরবে সরকারি তেল সংস্থা আরামকোর দুটি জায়গায় ড্রোন হামলা করা হয়। এই হামলার পরপরই অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে যায়, যা গত চারমাসের মধ্যে সবচেয়ে বেশি। এদিকে দেশে রবিবার পর্যন্ত লাগাতার চারদিন দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। সোমবারও তাতে কোনও পরিবর্তন হয়নি। রবিবার দেশের চারটি মেট্রো শহরে পেট্রোলের দামে ৬ থেকে ৭ টাকা প্রতি লিটারে বেড়েছে। ডিজেলের দাম বেড়েছিল লিটার প্রতি ৬ পয়সা। এই হারে পেট্রল-ডিজেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আশঙ্কায় অনেকে।