ইচ্ছাশক্তি বড় শক্তি। কথায় আছে ইচ্ছাশক্তির ওপর ভর করে পঙ্গু মানুষও পাহাড় ডিঙাতে পারেন। এটা যে শুধু কথার কথা নয় তা আবার একবার প্রমাণিত। বছর ৩৭ এর সারহা থমাস ক্যান্সারের মতো মরণাত্বক রোগকে জয় করে পাড়ি দিয়েছিলেন ইংলিশ চ্যানেল পার করার উদ্দেশ্যে। শুধু মনোবল, অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমই তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছে দিয়েছে। এইদিন কলোরাডোর বাসিন্দা থমাস ইংলিশ চ্যানেল পার করে নিজের লক্ষ্য ছুঁয়ে ফেললেন। প্রসঙ্গত, এর আগে না থেমে শুধুমাত্র চারজন পুরুষ ইংলিশ চ্যানেল পার করতে পেরেছেন। কিন্তু সারহাই প্রথম মহিলা, যিনি রেকর্ড গড়লেন।
গত রবিবার তিনি এই যাত্রা শুরু করেন। ৫৪ ঘণ্টা টানা সাঁতার কেটে ১৩০ মাইল পথ অতিক্রম করে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি ল্যান্ডমার্ক স্পর্শ করেন। চ্যানেলটি পার হওয়ার জন্য তাকে ৮০ মাইল পার হতে হতো। কিন্তু জোয়ারের কারণে সারহাকে ৫০ মাইল বেশি পাড়ি দিতে হয়েছে।
উপকূলে আসার পর সারহা বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এত লোক এসেছে আমাকে উৎসাহ দিতে, আমি স্তম্ভিত’। এই জয় তিনি সকল ক্যানসার আক্রান্ত মানুষকে উৎসর্গ করলেন। ২০১৮ সালে ক্যান্সার মুক্ত হন সারহা। সেই সঙ্গে যোগ করলেন, ‘আপাতত আমি ক্লান্ত। আমার এখন কিছুদিন বিশ্রামের প্রয়োজন।’ তাঁর এই কাজের পর অনেকে তাঁকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন।