চলতি সপ্তাহে আবহাওয়ার মনমর্জি বোঝা ভার। কখনও তীব্র গরম, কখনও গুমোট ভাব আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। তার ওপরে পুজোর সময়ে বর্ষার চোখরাঙানির ভয় তো আছেই। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে সক্রিয় হয়েছে নিম্নচাপ যার জেরে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা।
সক্রিয় মৌসুমী অক্ষরেখার সঙ্গে উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এই বৃষ্টির কারণ। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা গোটা রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও একটা হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনিতেই কিছু দিন আগেই ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার বানভাসি অবস্থা হয়েছিল। সে অবস্থা সামাল দিতে না দিতেই ফের বৃষ্টি আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে কয়েকটি জেলায়।
হাওয়া অফিস বলছে, কলকাতা ছাড়াও বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। আগামী তিন-চারদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির হতে পারে। শনিবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় চলবে এই ভারী বৃষ্টি। তারমধ্যে যদি ফের কোনও অক্ষরেখা সক্রিয় হয়ে ওঠে, বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এ বারেও পুজোয় বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
এই পূর্বাভাসে প্রমাদ গুনেছেন ব্যবসায়ীরা। পুজোর আগে কেনাকাটায় ভীষণ প্রভাব ফেলছে এই একটানা বৃষ্টি। অন্তত সপ্তাহান্তগুলোয় পরিষ্কার আকাশ পেলে অনেকেই সেরে নিতে পারতেন শেষবেলার কেনাকাটা। কিন্তু একটানা বৃষ্টি হয়ে চলায় পুজোর কেনাকাটায় তার প্রভাব পড়ছে বলেই জানিয়েছেন তাঁরা।