সকালেই হিন্দী দিবস উপলক্ষ্যে ‘এক দেশ এক ভাষা’র পক্ষে সওয়াল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই অমিত শাহর বক্তব্যের বিরোধীতা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, ‘সব ভাষাই সমান সম্মানের’। এবার সরব হলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। সাফ জানিয়ে দিলেন, ‘এটা ইন্ডিয়া, হিন্ডিয়া নয়’।
তামিল রাজনীতিবিদ এম করুণানিধি নিজেই তামিলনাড়ুতে হিন্দী-বিরোধী আন্দোলনের পথিকৃৎ ছিলেন। তাঁর ছেলে যে এভাবে কেন্দ্রের হিন্দী চাপিয়ে দেওয়ার বিপক্ষে গর্জে উঠবেন সেটা বলা বাহুল্য। এই প্রসঙ্গে শনিবার এম কে স্ট্যালিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় ভারতের সার্বভৌমত্ব নষ্ট হবে। এটা যন্ত্রণাদায়ক এবং নিন্দনীয় প্রস্তাব। হিন্দী চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ডিএমকে এর বিরুদ্ধে সারা রাজ্যকে এককাট্টা করবে’।
স্ট্যালিন আরও বলেন, ‘হিন্দী চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। আজ অমিত শাহর মন্তব্য সেই আন্দোলনকে আরও উসকে দিল। এটা দেশের একতাকে প্রভাবিত করবে। আমরা চাইছি, উনি মন্তব্য প্রত্যাহার করুন’। এরপরেই কেন্দ্রকে সতর্ক করে স্ট্যালিন বলেন, ‘হিন্দী চাপিয়ে দেওয়া হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে’।